Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জলমহাল ইজারা প্রদান
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

উপজেলা ভূমি অফিস

১.  উপজেলা নির্বাহী অফিসার

২. সহকারী কমিশনার (ভূমি)

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/ ভূমি অফিস

-

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সরকারী পুকুর, লেক (জলমহাল- ২০ একরের উদ্ধে নয়)  বাংলা বছর শেষে দরপত্র আহবানের মাধ্যমে নির্ধারিত মেয়াদের (জলমহাল ৩ বছর) জন্য ইজারা প্রদান করা হয়ে থাকে। ইজারা প্রদানের সময়সীমা ও কার্যক্রম গ্রহনের সময়সীমা দরপত্রের সিডিউলে উল্লেখ থাকে। সাধারনত চৈত্র মাসে দরপত্র বিজ্ঞপ্তি প্রদান করা হয়ে থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র দাখিল করতে হয়। তিন বছরের গড়মূল্য সরকারি মূল্য হিসেবে নির্ধারিত হয়। এই মূল্যের উপর মূল্যে সর্বচ্চ ডাককারীকে ইজারা প্রদান করা হয়। প্রতিবছর বৈশাখ মাসের ১ তারিখ জলমহাল বুঝিয়ে দেওয়া হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

কাটাকাটিবিহীন ও ঘষামাজাবিহীন সঠিকভাবে পূরণকৃত দরপত্র

 

প্রয়োজনীয় কাগজপত্র

১. সমিতির নামে কাগজ

২. দরপত্র

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

নির্ধারিত দরপত্র মূল্য

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

১. এসএ এ্যাণ্ড টি এ্যাক্ট ১৯৫০

২. প্রজাস্বত্ব বিধিমালা -১৯৫৫

৩. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০

 

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

জেলা প্রশাসক

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক) নাগরিক পর্যায়

  • সমিতি না থাকা
  • ইচ্ছাকৃতভাবে কেউ ডাকে অংশগ্রহণ না করা।

খ) সরকারি পর্যায়

-