Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাট বাজারের চান্দিনা ভিটি ব্যবহারের লাইসেন্স নবায়ন
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

উপজেলা ভূমি অফিস

১. সহকারী কমিশনার (ভূমি)

২. ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

উপজেলা ভূমি অফিস

সাধারণত ১৫ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সহকারী কমিশনার (ভূমি) অফিসে আবেদনকারী কর্তৃক আবেদন দাখিলের পর তা নথিতে উপস্থাপন করা হয়। প্রযোজ্য ক্ষেত্রে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা/সার্ভেয়ার কর্তৃক সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করা হয়ে থাকে। প্রতিবেদন যাচাই / পরীক্ষান্তে এবং লিজের শর্তাদি ভঙ্গ না করে থাকলে নবায়নের প্রস্তাব সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক অনুমোদন করা হয়। অতঃপর  ডিসিআরমূলে  লিজ মানি আদায় এবং লিজ নথি সংরক্ষণ করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

ব্যবহারের পূর্ব লাইসেন্স থাকতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনপত্র

২. পূর্বে লাইসেন্স ফি বাবদ প্রদানকৃত রশিদের কপি

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

প্রতি বর্গমিটার

১. সিটি  টাকা

২.  পৌর এলাকায় /- টাকা

৩.  জেলা সদর - / টাকা

৪.  উপজেলা সদর /- টাকা এবং

৫. অন্যান্য  /- টাকা

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

১. হাটবাজারের সরকারি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত ১৯৯৫ সালের সার্কুলার [ভূম-৭-বিবিধ-২৪/৯৫/৪৯১ (৭৪), তারিখঃ ০৭/১০/৯৫] ও তৎপরবর্তী সার্কুলার

২. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক) নাগরিক পর্যায়

১. দখলে না থাকা

২. শর্ত ভঙ্গ  করে দখল হস্তান্তর করা

৩. বরাদ্দের অতিরিক্ত জমি অবৈধ দখল করা

৪. সময়মত লিজ নবায়নের আবেদন না করা

খ) সরকারি পর্যায়

১. লোকবল অভাব

২. সঠিক মনিটরিং এর অভাব

৩.মামলা মোকদ্দমার জটিলতা